দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

মিয়ানমারের নেত্রীকে অভ্যর্থনা চীনের

WSJচীন সফররত মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি বেইজিংয়ে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। সফরে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। এ বিষয়টি নিয়ে শুক্রবার শিরোনাম করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এশীয় সংস্করণ।

যৌথভাবে বেশকিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে যাচ্ছে চীন ও মিয়ানমার। সেই বিষয়ে আলোচনা করতে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সফররত মিয়ানমারের নেত্রী।

বুধবার সকালে সু চি চীনে পৌঁছান। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী লি কেকুইয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন। বেইজিং এ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সু চি বলেন, ‘আমাদের প্রত্যাশা চীন-মিয়ানমার সম্পর্কের আরও দৃঢ় ও উন্নত হবে।’

চীনের প্রধানমন্ত্রী লি বলেন, ‘আপনার এই সফর চীন-মিয়ানমার সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’

তবে তাদের আলোচনায় কী কী বিষয় উঠে এসেছিলো সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। শুক্রবার প্রধানমন্ত্রী শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করার কথা রযেছে তার।

উল্লেখ্য, ইয়াঙ্গুন ও মানডালেতে দুইটি হাসপাতাল ও চীন-মিয়ানমার সীমান্তে একটি সেতু নির্মাণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

/এমপি/