ডন

এনএসজির সদস্যপদের জন্য পাকিস্তানের নতুন উদ্যোগ

পারমাণবিক সরবরাহকারী গোষ্ঠীর (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ-এনএসজি) সদস্য হওয়ার জন্য নতুন উদ্যোগ শুরু করেছে পাকিস্তান। এনএসজির সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে যু্ক্তরাষ্ট্রের সমর্থন পেতে এই সপ্তাহে হোয়াইট হাউসে পাকিস্তানি কূটনীতিক অনুরোধ জানিয়েছেন। সোমবার পাকিস্তানের অন্যতম পত্রিকা ডন খবরটি প্রধান শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি জানিয়েছেন, ৪৮ রাষ্ট্রের এনএসজি-র সদস্যপদ লাভের জন্য পাকিস্তান হোয়াইট হাউসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেস নেতাদের সমর্থন পাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

পাকিস্তানি রাষ্ট্রদূত ওয়াশিংটনে এ লক্ষ্যে বেশ কয়েকটি মিটিং করেছেন। নীতি নির্ধারক ও চিন্তাবিদ গোষ্ঠীর সঙ্গে এসব বৈঠকে পাকিস্তানের সদস্য হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ভারতও এনএসজির সদস্যপদ লাভের চেষ্টা করছে। এনএসজি-র সদস্যসংখ্যা বাড়াতে হলে সব সদস্য দেশের সমর্থন প্রয়োজন হয়।

গোটা বিশ্বে পরমাণু জ্বালানি ও প্রযুক্তির বাণিজ্য নিয়ন্ত্রণ করে ৪৮ দেশের সংগঠন এনএসজি। সূত্র: ডন।

/এএ/