টাইমস অব ইন্ডিয়া

কাবেরীর পানি নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত এক, ব্যাঙ্গালুরুতে কারফিউ জারি

kaberi

ভারতের ব্যাঙ্গালুরুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। কাবেরী নদীর পানি নিয়ে দ্বন্দ্বের জেরে এক সংঘাত সহিংস হয়ে উঠলে এই প্রাণহানি ঘটে। এ নিয়ে আজকের প্রধান শিরোনাম করেছে টাইমস অব ইন্ডিয়া।

সূত্র জানায়, সোমবার হাইকোর্ট এক নির্দেশ জারি করে কর্ণাটক রাজ্যকে তামিল নাড়ু থেকে প্রবাহিত কাবেরী নদী থেকে ১২ হাজার কিউসেক (ঘনফুট প্রতি সেকেন্ড)পানি ছাড়ার নির্দেশ দেয়।

এর আগে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে প্রতিদিন ১৫ হাজার কিউসেক পানি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিলো।

সোমবার তামিলপন্থী একটি দল বিক্ষোভ প্রকাশ করতে একটি হোটেলে পেট্রোল বোমা নিক্ষেপ করলে দ্বন্দ্বের সূত্রপাত হয় বলে জানায় পুলিশ।  

পুলিশ জানায়, ব্যাঙ্গালুরুর ১৬টি থানার কারফিউ জারি করা হয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী নামে খ্যাত ব্যাঙ্গালুরু নগর এই কারফিউয়ের ফলে কার্যত অচল হয়ে পড়েছে।

প্রসঙ্গত, কাবেরী নদীর পানি নিয়ে তামিল নাড়ু ও কর্ণাটকের মধ্যে বহু বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে।

/ইউআর/