টাইমস অব ইন্ডিয়া

এ বছর বর্ষায় ৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে ভারতজুড়ে

rainfall

ভারতজুড়ে বর্ষাকালে বৃষ্টিপাতের হার ৫ শতাংশ কমে গেছে। এ বছর বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এ নিয়ে আজকের প্রধান শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

জুন মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত বর্ষাকাল ধরা হয়ে থেকে। এই সময়ের বৃষ্টিপাতের হার থেকে জানা গেছে, সাধারণভাবে এই সময়কালে ৮০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকলেও এ বছর হয়েছে ৭৫৯ দশমিক ৯ মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে ৫ শতাংশ কম।

আবহাওয়া দফতর আরও জানায়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে অতিরিক্ত বৃষ্টিপাত হলেও আসাম, মেঘালয়, কেরালা, পাঞ্জাব ও দিল্লীতে বৃষ্টিপাত হয়েছে অনেক কম।

আগামী তিনদিন বা চারদিন এই বছরের শেষ বৃষ্টিপাত ভোটে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

/ইউআর/