আনাদোলু পোস্ট

অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখবে তুরস্ক

AAআর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে কাঠামোগত অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখবে তুরস্ক। টুইটারে দেওয়া এক পোস্টে সরকারের এমন অবস্থানের কথা জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক। এ বিষয়টি নিয়ে সোমবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

টুইটারে দেওয়া পোস্টে উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক বলেন, কাঠামোগত অর্থনৈতিক সংস্কারকে আরও বেগবান করতে এবং আর্থিক খাতে শৃঙ্খলা ধরে রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ঋণদাতা সংস্থাগুলোর জন্য এটাই সর্বোত্তম উত্তর। কোনও বিরতি ছাড়াই আমরা এই সংস্কার অব্যাহত রাখবো।

মেহমেত সিমসেক বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতা এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও আমাদের প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপর এক টুইটে তুরস্কের কাঠামোগত অর্থনৈতিক সংস্কার নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী নিহাত জেবেক্সি। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও চলতি বছরের প্রথমার্ধে তুর্কি অর্থনীতির ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

/এমপি/