আনাদোলু পোস্ট

আরও শক্তিশালী হবে তুরস্কের অর্থনীতি

Anadolu Postজনগণকে আরও সমৃদ্ধ একটি অর্থনীতি উপহার দেওয়ার পূর্বাভাস দিয়েছে তুরস্ক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদিরিম। তিনি জানান, তার সরকারের গৃহীত পদক্ষেপের ফলে তুরস্কের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

সংবাদ সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২৩ সালকে সামনে রেখে আমাদের লক্ষ্যমাত্রা স্থির করেছি। ২০১৭-১৯ সালের মধ্যে আমাদের বার্ষিক প্রবৃদ্ধি হবে অন্তত ৫ শতাংশ। এটা কখনও এর নিচে হবে না।

এর আগে গত মাসে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক বলেছিলেন, ২০১৬ অর্থবছরে জিডিপি কমে ৪ শতাংশ হতে পারে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে কম।

তিনি বলেন, ‘ব্যর্থ অভ্যুত্থানের ফলে দেশের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ অবস্থা থেকে উত্তরণের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার এক সপ্তাহের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে, ডলারের বিপরীতে টার্কিশ লিরার রেকর্ড দরপতন থেকে উত্থান ঘটেছে এবং ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে বৈদেশিক বাণিজ্য ও লেনদেন।

বিনিয়োগ খাতকে শক্তিশালী করার জন্য প্রণোদনামূলক প্যাকেজ গ্রহণেরও ঘোষণা দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

/এমপি/