ডন

মেয়াদ পূর্ণ করার অঙ্গীকার নওয়াজ শরিফের

Capture

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, সাংবিধানিকভাবেই মেয়াদ পূর্ণ করবে পাকিস্তানের বর্তমান সরকার। তিনি আরও বলেন, ২০১৮ সালেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে আজকের একটি প্রধান শিরোনাম করেছে সংবাদমাধ্যম ডন।

শুক্রবার স্বাস্থ্য বীমা প্রকল্প উদ্বোধনের এক অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করেন নওয়াজ। তিনি বলেন, ‘২০১৮ সালের মধ্যে কেবল সরকারই মেয়াদ পূর্ণ করবে না শক্তি বিষয়ক বেশ কিছু প্রকল্প ও অবকাঠামোগত নির্মাণকাজও সম্পন্ন হবে।’

মূলত বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের এক বিক্ষোভ সমাবেশের ঘোষণার প্রেক্ষিতেই এ কথা বলেন নওয়াজ। কেননা, ইমরান আগামী ২ নভেম্বর নওয়াজ বিরোধী এক সমাবেশের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করে ইসলামাবাদ অবরুদ্ধ করে সকল প্রকার সরকারি কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন ইমরান।          

তবে ইমরানের এই পরিকল্পনা ব্যর্থ করারও হুঁশিয়ারি দিয়েছে সরকার। এমনকি ২ নভেম্বরের আগেই ইমরানসহ বেশ কিছু বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দি করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 

/ইউআর/