ডন

‘তৃতীয় শক্তি’ সামনে এলে প্রধানমন্ত্রী দায়ী থাকবেন: ইমরান

Dawnপাকিস্তানে গণতন্ত্র বানচাল হলে তার দায় শুধুমাত্র ‘একজন ব্যক্তি’কেই বহন করতে হবে। আগামী মাসে ইসলামাবাদ অচল করে দেওয়ার পিটিআই-এর কর্মসূচির মধ্য দিয়ে ‘তৃতীয় শক্তি’ যদি ক্ষমতা নেয় তবে তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের বিরোধী রাজনীতিক ইমরান খান। রবিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়টি নিয়ে সোমবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন, ‘তৃতীয় শক্তি’কে ক্ষমতায় আনার তৎপরতার সঙ্গে পিটিআই কোনওভাবেই জড়িত নয়।

‘তৃতীয় শক্তি’ বলতে কী বোঝানো হয়েছে তার অবশ্য কোনও ব্যাখ্যা দেননি ইমরান খান। এছাড়া, সুনির্দিষ্টভাবে কোন শক্তি পাকিস্তানের গণতন্ত্রকে বানচালের চেষ্টা করছে তারও উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, ‘পানামাগেটের’ সূত্র ধরে নওয়াজের পদত্যাগ বা জবাবদিহিতার দাবিতে আগামী মাসের ২ তারিখে ইসলামাবাদ অচল করে দেওয়ার ডাক দিয়েছে পিটিআই।

/এমপি/