দ্য স্টার

মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ

দ্য স্টারগত শনিবার (১০ ডিসেম্বর) একইদিনে বিশ্বের বড় চারটি শহরে সন্ত্রাসী হামলায় ৮০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়। ওইসব হামলার ঘটনায় আহত হয় শত শত মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহত হয়েছে তুরস্কের ইস্তানবুলে। সোমবার (১২ ডিসেম্বর) এ খবরটিকেই প্রধান শিরোনাম করেছে মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার।   

প্রতিবেদনে বলা হয়, শনিবার যেন চারটি বড় শহরে সন্ত্রাসী হামলার বর্ষণ হয়েছে। তুরস্কের একটি ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা হামলার ঘটনায় নিহতদের মধ্যে ৩০ জনই পুলিশ। একইদিনে সাত-আট বছর বয়সী দুই শিশু নাইজেরিয়ায় আত্মঘাতী হামলা চালায়। মিসরও এদিন ভয়াবহ একটি হামলার শিকার হয়েছে।

শনিবার ইস্তানবুলে বেসিকটাস স্টেডিয়ামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে জোড়া বোমা হামলায় ৩৮ জন নিহত হয়। এরমধ্যে ৩০ জন পুলিশ সদস্য, সাতজন বেসামরিক নাগরিক এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি। এ হামলায় কুর্দিদের সন্দেহ করা হচ্ছে। তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এ হামলার লক্ষ্য ছিলেন পুলিশ সদস্যরা।’

বিশেষজ্ঞরা বলছে ওই হামলায় ৩০০-৪০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। রবিবার একটি ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এফইউ/