ডন

জারদারির দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানালেন নওয়াজ

ডনের প্রথম পাতাসম্প্রতি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি দেশে ফিরছেন বলে ঘোষণা দিয়েছেন। ১৮ মাস বিদেশে কাটানোর পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি। আর তার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নওয়াজ শরিফ। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, তিনদিনের রাষ্ট্রীয় সফরে বসনিয়া-হার্জেগোভিনায় রয়েছেন নওয়াজ। সেখানে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নওয়াজ বলেন, ‘খোলাখুলিভাবে বললে, আমি তার দেশে ফেরত আসার খবরে খুশি। তার ফেরত আসা প্রয়োজন এবং দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন।’

শুক্রবারই জারদারির করাচিতে আসার কথা। তখনকার সেনাপ্রধান জেনারেল শরিফের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার পর তাড়াহুড়া করে গত বছরের জুনে দেশ ছাড়েন জারদারি। এরপর তার দেশে ফেরত না আসা নিয়ে জারদারির দলের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হচ্ছিল না। অনেকে একে স্বেচ্ছা নির্বাসন বলে উল্লেখ করছিল।

জারদারির দেশে ফেরার ঘোষণায় তার দলও বেশ আমেজে আছে।

/এফইউ/