দ্য গার্ডিয়ান

শেষ হলো হামলাকারীর খোঁজ

24 dec guardianজার্মানির রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি হামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তি আনিস আমরি ইতালির মিলান শহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এর মধ্য দিয়ে বার্লিন হামলাকারীর খোঁজ শেষ হলো। শনিবার (২৪ ডিসেম্বর) এ নিয়ে প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ইতালির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোরে নিয়মিত টহলের সময় এক রেল স্টেশনের বাইরে থামিয়ে তার কাছে কাগজপত্র চাইলে সে গুলি চালাতে শুরু করে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় আনিস আমরি।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনিত্তি বলেছেন, ওই নিহত ব্যক্তি যে আনিস আমরি, সে সম্পর্কে সন্দেহের অবকাশ নেই।

সোমবার সন্ধ্যায় বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে চালানো ওই লরি হামলায় মোট ১২ জন নিহত হন। এরপরই হামলাকারী খোঁজে উঠেপড়ে লাগে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো। হামলাকারী সন্দেহে জার্মান পুলিশ প্রথমে একজন পাকিস্তানি আশ্রয়প্রার্থীকে ঘটনাস্থলের কাছের একটি পার্ক থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তার ব্যাপারে নিশ্চিত হতে না পারায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তদন্তকারী জার্মান কর্মকর্তারা তিউনিসীয় নাগরিক আনিস আমরির নাম ঘোষণা করেন সন্দেহভাজন হামলাকারী হিসেবে।

/এসএ/