দ্য নিউ ইয়র্ক টাইমস

রাশিয়াই সম্ভবত হ্যাক করেছিল, বললেন ট্রাম্প

নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতারাশিয়ার কাছে নিজের ‘স্পর্শকাতর তথ্য থাকার প্রতিক্রিয়ায় বুধবার ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের লবিতে দাঁড়িয়ে একটি সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসময় সংবাদকর্মী ও বিরোধী রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, মিডিয়া ও বিরোধী রাজনীতিবিদরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সংবাদ সম্মেলনে, মার্কিন গোয়েন্দাদের উপস্থাপনকৃত প্রতিবেদনে রাশিয়াকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের যে দায় দেওয়া হয়েছে তা গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। আর বৃহস্পতিবার এ খবরটি নিয়েই প্রধানর শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন যে দুই বড় দলের বিরুদ্ধেই রাশিয়া সাইবার হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘হ্যাকিং-এর প্রশ্ন আসলে আমি বলব, এটি রাশিয়া ছিল।’ আবার এর কয়েক মুহূর্ত পরই ট্রাম্প বলেন, ‘এটি অন্য কেউও হতে পারে।’

অবশ্য, রাশিয়ার কাছে নিজের স্পর্শকাতর তথ্য থাকা এবং তা নিয়ে দেশটির সঙ্গে তার সমঝোতা হওয়ার খবর ক্ষুব্ধভাবে নাকচ করে দিয়েছেন ট্রাম্প।  

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘পুতিন (রুশ প্রেসিডেন্ট) যদি আমাকে পছন্দ করে থাকেন, তাহলে সেটা কোনও দায় নয়, এটা সম্পদ।’

/এফইউ/