ডন

পাকিস্তানের গাদার বন্দরে পৌঁছালো দুটি চীনা জাহাজ

ডনের প্রথম পাতাচীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সমুদ্র এলাকায় যৌথ নিরাপত্তার জন্য পাকিস্তান নৌবাহিনীর কাছে দুটি জাহাজ হস্তান্তর করেছে বেইজিং। রবিবার (১৫ জানুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, চীনা কর্মকর্তারা গাদার বন্দরে এক অনুষ্ঠানে ওই জাহাজগুলোকে পাকিস্তানি প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। পার্শ্ববর্তী দুটি নদীর নামে জাহাজগুলোর নামকরণ করা হয়েছে। এগুলোর একটি হিনগল এবং আরেকটি বাসল।
পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির রিয়াল অ্যাডমিরাল জামিল আখতার, ওয়েস্ট কমোডোরের কমান্ডার মোহাম্মদ ওয়ারিস এবং শীর্ষ নৌ কর্মকর্তা ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভাইস অ্যাডমিরাল হুসাইনি বলেন, ‘আজ থেকে চীনা জাহাজগুলো পাকিস্তান নৌবাহিনীর অংশ হয়েছে।’
পাকিস্তানি নৌবাহিনীর কাছে দাশত এবং ঝোব নামে আরও দুটি জাহাজ সরবরাহ করবে চীনা সরকার। এ জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে এবং শিগগিরই তা শেষ হবে। সিপিইসি’র ভূমি ও সাগর পথে নিরাপত্তার জন্য চীন সহায়তা ও সমন্বয় বাড়াচ্ছে।
/এফইউ/