দ্য হিমালয়ান টাইমস

ইউডিএমএফ যখন চায় তখনই সংবিধান সংশোধন বিলে ভোটাভুটি: নিধি

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতাসংবিধান সংশোধনমূলক বিলটি নিয়ে যেকোনওসময় ভোটাভুটি করার ব্যাপারে নেপালের ক্ষমতাসীন দলগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিমলেন্দ্র নিধি। আন্দোলনরত ইউনাইটেড ডেমোক্র্যাটিক মাধেসি ফ্রন্ট যখন চাইবে তখনই এ ভোটাভুটি হওয়া সম্ভব বলে উল্লেখ করেছেন। এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।
হিমালয়ান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিধি বলেন, সংবিধান সংশোধন বিলটি নিয়ে সরকার কিছু সময় নিতে চায়। কিন্তু ইউডিএমএফ চায় বিলটি নিয়ে দ্রুত ভোটাভুটি করতে। সরকার এর জন্য প্রস্তুত ছিল।
নিধি বলেন ‘বিলটি যদি ব্যর্থ হয়, তা ক্ষমতাসীন দল কিংবা ইউডিএমএফ কারও উদ্দেশ্য সফল করতে পারবে না।’
/এফইউ/