দ্য গার্ডিয়ান

অসাবধানী টুইট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্পকে সিআইএ

গার্ডিয়ানের প্রথম পাতাযুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে সতর্কতা বজায় রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র বিদায়ী পরিচালক জন ব্রেনান। রাশিয়ার হুমকির কথা বিষয়টি না বুঝেই ট্রাম্পের অসাবধানী কথা বলা ও টু্‌ইট করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (১৬ জানুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তার প্রচারণা শিবিরের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংযোগ থাকা নিয়ে একটি খবর প্রকাশের পর গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে চড়াও হন ট্রাম্প। গত সপ্তাহে তিনি অভিযোগ করেন ভুয়া খবর জনগণের কাছে প্রকাশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা রয়েছে। এ নিয়ে তিনি কয়েকটি টুইটও করেছিলেন। প্রম্ণ করেছিলেন, ‘আমরা কি নাৎসি জার্মানিতে বসবাস করছি?’

এই প্রেক্ষাপটে রবিবার (১৫ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন ব্রেনান বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে প্রেসিডেন্টের সাম্প্রতিক সমালোচনা আক্রমণাত্মক ছিল।

সিআইএ পরিচালক বলেন, ‘এখন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কিছু করার সুযোগ পেতে যাচ্ছেন তিনি যা বক্তৃতা দেওয়া কিংবা টুইট করার উল্টো। যুক্তরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে তার অনেক দায়িত্ব থাকবে।’

এ মাসেই দায়িত্ব হস্তান্তর করবেন ব্রেনান।

/এফইউ/