ডন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে তিন তরুণকে হত্যা, বাড়ি ধ্বংস

ডনের প্রথম পাতাভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি গ্রামে রাতভর সেনা সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সোমবার এক সেনা মুখপাত্র এই দাবি করেন। ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস উল্লেখ করে নিন্দা জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৭ জানুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়ার দাবিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, রবিবার সন্ধ্যায় পহলগাও এর পর্যটক রিসোর্টের কাছের গ্রামটির একটা বাড়িতে জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পেয়ে সেনারা ওই গ্রামটিকে ঘেরাও করে। পরে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং তিন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে ওই তিন জঙ্গির মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এক পুলিশ কর্মকর্তার দাবি, বাড়িটিকে ধ্বংস করতে সেনারা মর্টার হামলা চালিয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসের ধারাবাহিকতা বলছে তারা। পাকিস্তানের অভিযোগ, ভারত অরক্ষিত কাশ্মিরি জনগণ এবং মানবতার বিরুদ্ধে ক্রমাগত অপরাধ চালিয়ে যাচ্ছে।

/টিএম/এফইউ/বিএ/