টাইমস অব ইন্ডিয়া

ট্রাম্পের গানে ভারতের অর্থনৈতিক উদ্বেগ!

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বগ্রহণ করে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি পুনরুল্লেখ করার পর নিজেদের অর্থনীতি নিয়ে উদ্বেগে পড়েছে ভারত। বিশেষত দেশটির আইটি খাতে এ নিয়ে প্রচণ্ডরকমের উদ্বেগ তৈরি হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ‘আমেরিকা ফার্স্ট নীতি’ ঘোষণার পাশাপাশি ফ্রাংক সিনাত্রার ‘মাই ওয়ে’ গানটিও গান ট্রাম্প। তাদের মতে, গানটির মাধ্যমে ট্রাম্প ভারতীয় অর্থনীতির জন্য উদ্বেগের বার্তা পাঠিয়েছেন।
বৃহত্তর রফতানি শিল্প আইটি খাত থেকে ১৫০ বিলিয়ন ডলার রাজস্ব আসে ভারতের। এর মধ্যে প্রায় ৭৫ ভাগই আসে রফতানি থেকে। সেই রফতানির ৬০ ভাগের ভোক্তা যুক্তরাষ্ট্রে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার উদ্বোধনী ভাষণ দেওয়ার পর ভারতের বৃহত্তর রফতানি শিল্প আইটি খাতে উদ্বেগের ছায়া পড়েছে। 
ট্রাম্পের ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ ক্যাম্পেইনের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ভারতসহ বিদেশি কোম্পানিগুলোতে তাদের আইটি আউটসোর্সিং কমিয়ে আনতে পারে।
এছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ওষুধ শিল্পকে শক্তিশালী করার ও ওষুধের দাম করানোর অঙ্গীকার করেছেন। সেক্ষেত্রে ভারতের ওষুধ খাতেও প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
/এফইউ/বিএ/