ডন

বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় চীনা কোম্পানির সঙ্গে পাকিস্তানের চুক্তি

ডনের প্রথম পাতানন্দীপুর বিদ্যুৎ প্রকল্প পরিচালনার জন্য একটি চীনা কোম্পানির সঙ্গে দশ বছরের চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার এ ঘোষণা দেওয়া হয়। আর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়ে পাকিস্তানের পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ৪২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির দীর্ঘমেয়াদী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য চীনা হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে পাকিস্তানের নর্দার্ন পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মেয়াদ দশ বছর।  
তবে চুক্তির মূল্য কত তা প্রকাশ করা হয়নি।
/এফইউ/