ডন

সৌদি জোটে রাহিলের নেতৃত্ব নিয়ে পাকিস্তানের অনাপত্তি, বিরোধিতায় পিটিআই

ডনের প্রথম পাতাপাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের নেতৃত্বদানের অনুমতি দিতে দেশটির সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। সোমবার (২৭ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
৩৯ টি মুসলিম রাষ্ট্র নিয়ে গঠিত হতে যাওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের নেতৃত্বদানের জন্য রাহিল শরিফকে প্রস্তাব দেওয়া হয়। এ কাজের জন্য সরকারের কাছ থেকে অনাপত্তিপত্র চান রাহিল। রবিবার পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি জানান, রাহিলকে অনাপত্তিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পিটিআই-এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী ডনকে বলেন, ‘আমরা জোরালোভাবে এ সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং শিগগিরই এ ইস্যুটি পার্লামেন্টে তুলব।’
এ ব্যাপারে দলের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি। এরইমধ্যে পিটিআই চেয়ারম্যান ইমরান খান দলের তিন পার্লামেন্ট সদস্যকে এ সংক্রান্ত কৌশল গ্রহণের দায়িত্ব দিয়েছেন।
/এফইউ/