দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা

The Wall Street Journalসরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজপথ। প্রেসিডেন্ট নির্বাচন ও কারাবন্দি বিরোধী নেতাদের মুক্তির দাবিতে দেশজুড়ে কয়েক হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর ইউরোপীয় সংস্করণ।
প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করেছে। তারা বিভিন্ন দোকানে লুটপাট চালিয়েছে। তিনি জানান, অন্তত ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সরকার সমর্থকরাও রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করবেন।

ভেনেজুয়েলায় চলমান এ বিক্ষোভ গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। এ অবস্থায় দেশটির অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন মাদুরো। বৃহৎ তেলের মজুদ থাকলেও গত কয়েক বছর ধরে দেশটির মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সময় ২০১৯ সালে হলেও বিরোধীরা দাবি করছেন, দেশ আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে। ফলে এখনই প্রেসিডেন্ট নির্বাচন দরকার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, চলতি বছর ভেনেজুয়েলার মূল্যস্ফীতি ৭০০ শতাংশ হতে পারে।

/এমপি/