দ্য নিউ ইয়র্ক টাইমস

তিন বছরের মধ্যে সবচেয়ে মন্থর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি

Ny Times -02তিন বছরের মধ্যে সবচেয়ে মন্থর অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি। মার্কিন জনগণ বলছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশের অর্থনীতি নিয়ে তারা আরও বেশি পরিমাণে আশাবাদী ছিলেন। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। বাস্তবে ঘটেছে এর উল্টোটা। ট্রাম্প প্রশাসনের জন্য এখন দেশের অর্থনীতি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়টি নিয়ে শনিবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

শুক্রবার মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, তিন বছরের মধ্যে এবার দেশের ত্রৈমাসিক প্রবৃদ্ধির সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এর পরিমাণ দশমিক ৭ শতাং।

বারাক ওবামা’র মেয়াদের শেষ সময়ে ত্রৈমাসিক প্রবৃদ্ধির পরিমাণ ছিল ২ দশমিক ৫ শতাংশ। তখন এর পরিমাণ ৪ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার মেয়াদে এসে এখন এটা প্রায় তলানিতে ঠেকেছে।

/এমপি/