টাইমস অব ইন্ডিয়া

ভারতীয় নাগরিক কুলভূষণকে কনস্যুলার সুবিধা দেওয়া বাধ্যতামূলক নয়: পাকিস্তান

টাইমস অব ইন্ডিয়া প্রথম পাতাপাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশন্স ১৯৬৩ এর আওতায় কনস্যুলার সুবিধা দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ সম্ভাবনা নাকচ করেন তিনি। রবিবার (৩০ এপ্রিল) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে টাইমস অব ইন্ডিয়া।

ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস ১৯৬১- এর ৩১ ধারায় বলা আছে, একজন কূটনীতিক যে দেশে কর্মরত থাকবেন, তিনি সেই দেশের সব ধরনের অপরাধ আইনের আওতামুক্ত থাকবেন। এ ভিয়েনা কনভেনশন অনুযায়ী কুলভূষণকে কনস্যুলার সুবিধা দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ১৬ বার অনুরোধ জানানো হয়। কিন্তু তাতে সাড়া দিচ্ছে না পাকিস্তান। এই প্রেক্ষাপটে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কুলভূষণকে কনস্যুলার সুবিধা দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিত। তিনি বলেন, ইসলামাবাদ কূলভূষণের ব্যাপারে অভ্যন্তরীণ আইন অনুসরণ করবে। বাসিতের দাবি, ২০০৮ সালের একটি দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, কনস্যুলার সুবিধা প্রদান বাধ্যতামূলক নয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ মার্চ কূলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ১০ এপ্রিল পাকিস্তানের সেনা প্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কূলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন।

ভারত স্বীকার করেছে কূলভূষণ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। তবে সরকারের কোনও কর্মকাণ্ডে কূলভূষণের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত।

/এফইউ/