দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

প্যারিসে মে দিবস-এর কর্মসূচিতে সহিংসতা

WSJমে দিবস উপলক্ষ্যে ফান্সের রাজধানী প্যারিসে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষোভে অংশ নেওয়া মুখোশ পরা কিছু তরুণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারমুখী অবস্থান নিলে পুলিশও পাল্টা জবাব দেয়। এ সময় বিক্ষোভকারীদের প্রতি টিয়ার গ্যাস ছুঁড়ে মারে পুলিশ। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের ইউরোপীয় সংস্করণ।

মঙ্গলবারের এ বিক্ষোভের মধ্য দিয়ে ফ্রান্সের রাজনৈতিক ও সামজিক বিভক্তির বিষয়টিই সামনে উঠে আসলো। বিশেষ করে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে এ বিক্ষোভ ও সংঘর্ষকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দাঙ্গা পুলিশের অন্তত ছয়জন কর্মকর্তা আহত হন। একজনের হাত ও মুখমণ্ডলের অংশবিশেষ পুড়ে যায়।

মলোটোভ ককটেল, পাথর ও লাঠি নিয়ে রাস্তায় নামা প্রায় ১৫০ বিক্ষোভকারীকে দমনে এমন পরিস্থিতির মুখোমুখি হয় পুলিশ।

/এমপি/