দ্য নিউ ইয়র্ক টাইমস

ম্যাক্রনের পক্ষেই ফরাসি জনতার রায়, প্রত্যাখ্যাত উগ্র ডানপন্থা

নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতারবিবার ফ্রান্সে অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে মেরিন লে পেনকে হারিয়ে বিজয়ী নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রন। সোমবার (৮ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ১৯৫৮ সালে ফ্রান্সে পঞ্চম সংবিধান প্রণয়নের পর ৫৯ বছরের ইতিহাসে ম্যাক্রন সেদেশের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ওই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ অনেক দেশেরই মনযোগ ছিল এ নির্বাচনের দিকে। ম্য্যাক্রনের জয়ের পর বেশ স্বস্তিতে আছে ইউরোপীয় ইউনিয়ন। কেননা, নির্বাচনে জিতলে ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনবেন বলে অঙ্গীকার করেছিলেন লে পেন। ব্রিটেন যেমন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে ব্রেক্সিট ভোট দিয়েছিল, তেমন করেই ফ্রেক্সিট করতে চেয়েছিলেন তিনি।   

রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ম্যাক্রন পেয়েছেন ৬৬.৬ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিন লে পেন পেয়েছেন ৩৩.৯৪ শতাংশ ভোট।

/এফইউ/