ডন

পাকিস্তানের গোয়াদারে ১০ শ্রমিক হত্যার দায় স্বীকার করলো বিএলএ

ডনের প্রথম পাতাপাকিস্তানের বেলুচিস্তানে গোয়াদার জেলার একটি নির্মাণাধীন এলাকায় শনিবার দুর্বৃত্তদের গুলিতে ১০ শ্রমিক নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। রবিবার (১৪ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।  
সংবাদমাধ্যমটি জানায়,বন্দুকধারীরা মোটরসাইকেলে ছিল। গদারে পিশগান এলাকার একটি সড়কে তারা মোটর সাইকেল থেকেই শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। একই সড়কে তিন কিলোমিটার দূরত্বের দুটি ভিন্ন নির্মাণাধীন এলাকায় হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সেসময় ঘটনাস্থলেই আটজন নিহত হয়। আর আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রাণ হারান দুইজন। ডেপুটি সিনেট চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারির গাড়ি বহরে বোমা হামলায় ২৭ জন নিহত হওয়ার একদিন পর এ হামলা হয়।
বালুচ লিবারেশন আর্মি বেলুচিস্তানভিত্তিক একটি সশস্ত্র সংগঠন। এরইমধ্যে এ সংগঠনের পক্ষ থেকে গোয়াদারের হামলার দায় স্বীকার করা হয়েছে। অবশ্য, শুক্রবার হায়দারির গাড়ি বহরে হামলার দায় স্বীকার করেছিল আইএস।
নিহত শ্রমিকরা সিন্ধু প্রদেশের নাউশাহরো ফিরোজি এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে তিন সহোদরও ছিলেন।
/এফইউ/