দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

মতভিন্নতার মধ্যেই পুতিন-ম্যাক্রোঁ বৈঠক

WSJআন্তর্জাতিক নানা ইস্যুতে ‘মতভিন্নতা’ আর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ভ্লাদিমির পুতিন ও ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার ফ্রান্সের ভার্সেই প্রাসাদে অনুষ্ঠিত ওই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে  কথা বলেন দুই নেতা। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর ইউরোপীয় সংস্করণ।

দুই নেতার বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধে আইএসবিরোধী লড়াইয়ে রাশিয়ার পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রুশ-ফরাসি দ্বিপক্ষীয় সম্পর্কের ৩০০ বছর পূর্তি উপলক্ষে পুতিনকে আমন্ত্রণ জানান ম্যাক্রোঁ। সে আমন্ত্রণ রক্ষা করে সোমবার প্যারিসে পৌঁছান পুতিন। এর আগে গত সপ্তাহে ইতালির সিসিলিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছিলেন, ‘রাশিয়ার সঙ্গে আলোচনা করা জরুরি। কারণ দেশটির সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া বেশকিছু আন্তর্জাতিক ইস্যুর সমাধান সম্ভব নয়।’

দুই নেতার প্রথম বৈঠকের পর ম্যাক্রোঁ এটিকে ‘সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়’ বলে উল্লেখ করেন। বৈঠকে সিরিয়া ইস্যুসহ আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক কিছু বিষয়ে ‘মতভিন্নতা’ নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি সিরিয়ায় জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে রাশিয়ার সঙ্গে কাজ করতে চান। তবে পুতিন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুত করা এবং রাশিয়ার ওপর ফ্রান্সের আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহারের ওপর জোর দেন।

ম্যাক্রোঁ বলেন, ‘আমি সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।’ এর মাধ্যমে ‘সিরিয়ার গণতান্ত্রিক উত্তরণ’ সম্ভব হবে এবং দেশটিকে ‘রক্ষা করা’ সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

বিদ্রোহী এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দায়ী করে উদ্বেগ প্রকাশ করেন ম্যাক্রোঁ।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো আসাদের বিরুদ্ধে বেশ কয়েকবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে। তবে আসাদ ও রাশিয়া প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। 

সংবাদ সম্মেলনে পুতিন জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে তিনি ‘ইতিবাচক ফলাফল’ আশা করছেন। তিনি বলেন, ‘রাষ্ট্র ধ্বংস করে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়।’

/এমপি/