দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৪

WSJপবিত্র রমজান মাসেও থেমে নেই আইএস জঙ্গিদের নৃশংসতা। সোমবার দিবাগত মধ্যরাতে ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। হামলা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর ইউরোপীয় সংস্করণ।

প্রথমে বাগদাদের কাররাদা এলাকার একটি জনপ্রিয় আইসক্রিম শপ-কে লক্ষ্য গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। ওই দোকানের বাইরে বোমাটি বিস্ফোরিত হলে হতাহত হন প্রায় অর্ধশত মানুষ। আইসক্রিম শপের সামনের রাস্তায় বিস্ফোরণের ঘণ্টাখানেক পর দ্বিতীয় গাড়িবোমা হামলাটি চালানো হয়। সরকারি পেনশন অফিসের পাশে চালানো এ হামলায় হতাহত হন অন্তত ৩৫ জন। উভয় হামলায় নিহত হন কমপক্ষে ২৪ জন। 

জঙ্গিদের নিজস্ব সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সিতে উভয় হামলার দায় স্বীকার করেছে আইএস।

হামলার নিন্দা জানিয়েছেন ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের দূত ব্রিট ম্যাক। এ ধরনের হামলা মোকাবিলায় ইরাক সরকারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

/এমপি/