দ্য ওয়াশিংটন পোস্ট

জলবায়ু চুক্তি থেকে সরে আসার পক্ষপাতী ট্রাম্প!

TWPপ্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই প্যারিস চুক্তির বিষয়ে আমার সিদ্ধান্ত ঘোষণা করবো। আমেরিকাকে আবারও মহান করে তুলুন।’ তবে সূত্র জানিয়েছে, এ বিষয়ে এরইমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ট্রাম্প। জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

এর আগে সম্প্রতি শিল্পোন্নত সাত দেশের সম্মেলন জি-সেভেন-এর চূড়ান্ত ইশতেহারে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের তীব্রতা হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুযায়ী, দু’বছর আগে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর সে মোতাবেক, বিশ্বের ১৯৫টি দেশের বাতাসে কার্বন দূষণের মাত্রা কমাবার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় শিল্পোন্নত সাত দেশ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবশ্য বলেছেন, ‘কোনও একটি দেশ এ চুক্তি থেকে বেরিয়ে গেলেই চুক্তিটি ধসে যাবে না।’

ইতোপূর্বে ট্রাম্প মানুষের তৈরি এই বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাঁওতাবাজি’ বলে অভিহিত করেছিলেন।

উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করতে ৫৫টি দেশের সমর্থন দরকার। যার লক্ষ্য কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা।

/এমপি/