ডন

‘অনলাইন ব্লাসফেমি’র দায়ে পাকিস্তানে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড

ডনের প্রথম পাতাসামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে ব্লাসফেমি (অবমাননাকর) কন্টেন্ট শেয়ারের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের এন্টি টেররিজম কোর্ট (এটিসি)। শনিবার এটিসির বিচারপতি শাবির আহমেদ এ রায় দেন বলে নিশ্চিত করেছে সরকারি প্রসিকিউটর। রবিবার (১১ জুন) এ খবরটিকে শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়, আসামীর বয়স ৩০ বছর। গত বছর ভাওয়ালপুর থেকে শিয়া সম্প্রদায়ভুক্ত এ তরুণকে গ্রেফতার করা হয়। ওকারার বাসিন্দা এ তরুণ মহানবী (স.) এবং সুন্নি সম্প্রদায়ের ধর্মীয় নেতাদেরকে বিদ্বেষমূলক কন্টেন্ট পোস্ট করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার সেই অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লাসফেমি পোস্ট শেয়ারের কারণে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনা পাকিস্তানে এটাই প্রথম।

/এফইউ/