দ্য গার্ডিয়ান

ক্ষমতা ধরে রাখতে বিলিয়ন পাউন্ডের চুক্তিতে থেরেসা মে

The Guardianক্ষমতা ধরে নর্দান আয়ারল্যান্ডভিত্তিক রাজনৈতিক দল ডিইউপি’র সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চুক্তি অনুযায়ী ডিইউপি’র এমপিদের সমর্থন লাভের জন্য প্রদেশটিতে অতিরিক্ত এক বিলিয়ন পাউন্ড (১৩০ কোটি ডলার) বরাদ্দ দেবে কনজারভেটিভ পার্টির সরকার। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

যুক্তরাজ্যে নির্বাচনি ফলাফলে ঝুলন্ত পার্লামেন্টের বিষয়টি পরিষ্কার হলে কনজারভেটিভ পার্টিকে অন্য দলগুলোর ওপর ভরসা করতে হয়। এখন সরকার গঠনে ডিইউপি-র সঙ্গে জোটবদ্ধ হওয়ায় পার্লামেন্টের কমন ভোটে ডিইউপি থেকে দলটির ১০ এমপি’র সমর্থন পাবে কনজারভেটিভরা।

২০১৭ সালের ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফলে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮ আসন। সরাসরি সরকার গঠনে দলটির প্রয়োজন ছিল ৩২৬ আসন। তাই ডিইউপি'র সমর্থন নিয়ে দলটিকে সরকার গঠন করতে হচ্ছে।

কনজারভেটিভ নেত্রী থেরেসা মে বলেছেন, তিনি ডিইউপি'কে সঙ্গে নিয়ে মিত্রতার সঙ্গে কাজ করতে চান। একইসঙ্গে দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যকে এগিয়ে নিতে চান।

দুই দলের এ ঐকমত্যকে নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জন্য ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন ডিইউপি নেতা আরলেন ফস্টার।

এর আগে এক টুইট বার্তায় আরলেন ফস্টার বলেন, সরকারের সঙ্গে আলোচনা ভালোভাবেই চলছে। আশা করছি দ্রুত এটি কাজে পরিণত হবে এবং আমরা একটি সফল ইতি টানতে সক্ষম হব।

/এমপি/