আনাদোলু পোস্ট

আঙ্কারায় বৈঠকে বসছেন তুরস্ক ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী

AAসৌদি জোটের কাতারবিরোধী অবরোধের ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনায় বসছেন তুরস্ক ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী। শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়টি নিয়ে শুক্রবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়ে এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক-এর মধ্যকার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধে সৌদি জোটের আহ্বান এরইমধ্যে প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকির ইসিক দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ ইস্যুতে নিজ দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তুর্কি এনটিভি-কে প্রতিরক্ষামন্ত্রী ফিকির ইসিক বলেন, সৌদি জোটের ঘাঁটি বন্ধের আহ্বান এখনও আমি দেখিনি। তবে ২০১৪ সালে কাতারের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি বিবেচনায় আনার কোনও পরিকল্পনা তুরস্কের নেই। এ চুক্তির আওতায় কাতারে ঘাঁটি তৈরি করেছে তুরস্ক।

ফিকির ইসিক বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এজন্য কারও মনক্ষুন্ন হওয়া উচিত নয়।

এদিকে সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের ঘটনায় প্রথম থেকেই দেশটির পাশে রয়েছে তুরস্ক। এ অবরোধের পর কাতারে তুরস্কের রফতানি বেড়েছে তিনগুণ।

সৌদি জোট কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই তুরস্কমুখী হন কাতারের ব্যবসায়ীরা। তুর্কি বাণিজ্যমন্ত্রী বুলেন্ট তুফেঙ্কচি জানিয়েছেন, চলতি জুন মাসেই এ পর্যন্ত কাতারে তুরস্কের রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫ মিলিয়ন ডলার।

বুলেন্ট তুফেঙ্কচি বলেন, এ পর্যন্ত রফতানিকৃত সামগ্রীর মধ্যে ১২ দশমিক ৫ মিলিয়ন ডলারের খাদ্যসামগ্রী রয়েছে।

১০০টিরও বেশি কার্গো বিমানে করে কাতারে বিভিন্ন পণ্যসামগ্রী সরবরাহ করেছে তুরস্ক।

/এমপি/