ডন

কাশ্মির ইস্যুতে আলোচনার জন্য ভারত-পাকিস্তানের প্রতি ম্যাককেইনের আহ্বান

ডনের প্রথম পাতাআলোচনার মাধ্যমে কাশ্মির ইস্যুর সমাধান করার জন্য ভারত ও পাকিস্তান দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল। মার্কিন সিনেটর জন ম্যাককেইনের নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়ে প্রতিনিধি দলটি রবিবার (২ জুলাই) এ অনুরোধ জানায়। সোমবার (৩ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি দলটি মনে করে পাকিস্তানের সহায়তা ছাড়া আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। সেসময় সন্ত্রাসবাদ ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রতিনিধি দলটিতে ম্যাককেইন ছাড়াও রয়েছেন লিন্ডসে গ্রাহাম, শেরডন হোয়াইটহাউস, এলিজাবেথ ওয়ারেন এবং ডেভিড পেরডুয়ে।

/এফইউ/