দ্য এক্সপ্রেস ট্রিবিউন

নওয়াজের পর এবার জারদারিকে সতর্ক করলেন ইমরান

পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর নেতা ইমরান খান দাবি করেছেন, তার লড়াই নওয়াজ শরিফের পরিবারের বিরুদ্ধে নয়; বরং দুর্নীতি, ঘুষ-জালিয়াতি আর অসততার বিরুদ্ধে। রবিবার (৩০ জুলাই) গণসমাবেশে অংশ নিয়ে এমন দাবি করেন তিনি। সোমবার (৩১ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রথম পাতা
গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিমকোর্টে নওয়াজকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণার পর এ নিয়ে উদযাপন করতে রবিবার গণসমাবেশের ডাক দেন ইমরান। তবে তার এ লড়াই নওয়াজের পরিবারের বিরুদ্ধে নয় বলে দাবি করেন পিটিআই নেতা। নওয়াজের মতো একই পরিণতি বরণ করার জন্য পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলি জারদারিসহ অন্য নেতাদের প্রস্তুত থাকতে বলেন তিনি। ইমরান খান বলেন, ‘আসিফ আলি জারদারি, আমি আপনাকে সাবধান করছি। শহীদ খাকান আব্বাসি আর শাহবাজ শরিফের পর আপনার পালাও আসবে।’

রবিবারের ওই গণসমাবেশকে থ্যাংকস গিভিং ডে নাম দেয় পিটিআই।

শুক্রবার (২৮ জুলাই) পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর তিনি পদত্যাগ করেন। নওয়াজের পদত্যাগের পর ইমরান খান বলেছিলেন, ‘আজ পাকিস্তান জিতেছে। নওয়াজ শরিফের বিরুদ্ধে আমার কোনও ব্যক্তিগত বিরোধ নেই। ৪০ বছর ধরেই তার (নওয়াজ) পরিবারকে চিনি আমি। তিনি আমার কিছু কেড়ে নেননি। কিন্তু তিনি এদেশের মানুষের সঙ্গে অপরাধ করেছেন। ফলে আমরা চেয়েছি তিনি জবাবদিহিতার মধ্যে থাকুন।’    

/এফইউ/