দ্য নিউ ইয়র্ক টাইমস

টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাত

Ny timesভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাস। ঝড়ের প্রকোপে সেখানে অর্ধশত বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে সৃষ্ট এ বন্যায় এমন আকার ধারণ করেছে যে, উপদ্রুত এলাকায় উদ্ধারকারী টিম পাঠানোও হুমকির মধ্যে পড়েছে।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র টেক্সাসের উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় হার্ভি। এ সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতে জনজীবন স্থবির হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় লোকজনের পোস্ট করা ছবিতে বিধ্বস্ত ঘরবাড়ি এবং গাছপালা উপড়ে পড়ে থাকতে দেখা গেছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমেই দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

শনিবার এক সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণহানির কথা জানান মেয়র চার্লস ওয়াক্স।

টেক্সাসের বাসিন্দা ৫৭ বছরের জোয়েল ভালডেজ। তিনি বলেন, এটা ছিল ভয়ঙ্কর। আমার কাছে মনে হয়েছে, পুরো ঘরটাই যেন নাড়াচাড়া করছে।