দ্য নিউ ইয়র্ক টাইমস

ট্রাম্পের অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞায় সাত দেশ

সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রায় সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করে নতুন একটি আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৪ সেপ্টেম্বর) এ আদেশ দেওয়া হয়। তবে এ নিষেধাজ্ঞা কবে শেষ হবে তা জানানো হয়নি। সোমবার (২৫ সেপ্টেম্বর) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা
রবিবার রাতে প্রকাশিত এক ঘোষণাপত্রে ট্রাম্প বলেন, ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ ও উত্তর কোরিয়ার বেশিরভাগ নাগরিকের আগামী মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না। এসব দেশের নাগরিকদেরকে প্রবেশ করতে দেওয়াকে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ইরাকের নাগরিকরা এবং ভেনেজুয়েলার কিছুসংখ্যক মানুষ যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ির মধ্যে পড়বেন।

এর আগে ইরান,লিবিয়া,ইয়েমেন,সিরিয়া ও সোমালিয়ার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন। দেশগুলো মুসলিম প্রধান হওয়ায় এই পদক্ষেপকে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ বলা হচ্ছিলো। এবার নতুন করে দেওয়া নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়াকে যুক্ত করা হলো।