দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সেনাবাহিনী গণতন্ত্রের হুমকি নয়: আইএসপিআর মহাপরিচালক

পাকিস্তানের সেনাবাহিনী দেশটির গণতন্ত্রের জন্য কোনও হুমকি নয় বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। শনিবার তিনি এই মন্তব্য করেন। রবিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউন খবরটি শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

রবিবারের এক্সপ্রেস ট্রিবিউন

এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল জানান, পাকিস্তানের গণতন্ত্রের প্রতি জনগণের কাঙিক্ষত সফলতা আসছে না। পাকিস্তানের সরকারের স্থিতিশীলতা প্রয়োজন এবং গণতন্ত্রের প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত।

আইএসপিআর মহাপরিচালক বলেন, সামরিক শাসন ও টেকনোক্র্যাটিক সরকার নিয়ে অনেক কথা হচ্ছে। ফলে আমাকে বলতে হচ্ছে গণতন্ত্রের হুমকি হচ্ছে তা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে না পারা।

আসিফ গফুর জানান, দেশের জাতীয় পর্যায়ের সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মাধ্যমে হচ্ছে। তিনি বলেন, দেশে বেসামরিক সরকার রয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করা হয়েছে বেসামরিক সরকার দ্বারা।