দ্য টাইমস অব ইন্ডিয়া

চীনের প্রভাব কমাতে ভারতের সহায়তা চায় যুক্তরাষ্ট্র

TOIএশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে ভারতের সহায়তা চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে জোরালো সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী হোয়াইট হাউস। কারণ দিল্লি ওয়াশিংটনের কৌশলগত সম্পর্কের অংশীদার। তবে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও এমন উচ্চতায় পৌঁছাতে পারে না। বুধবার ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

চলতি মাসেই ট্রাম্পের আসন্ন এশিয়া সফরের আগ মুহূর্তে চীন ও ভারতের ব্যাপারে এমন বিস্ফোরক মন্তব্য করলেন রেক্স টিলারসন। ওই সফরে চীনসহ এশিয়ার একাধিক দেশে যাবেন ট্রাম্প।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে চীনা কর্মকাণ্ডেরও সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেইজিং আন্তর্জাতিক নিয়মাবলীর বাইরে গিয়েও কাজ করে।