ডন

কুনার প্রদেশের ডেপুটি গভর্নর পাকিস্তানে অপহৃত

আফগানিস্তানের কুনার প্রদেশের ডেপুটি গভর্নর কাজী মোহাম্মদ নবী আহমদীকে পাকিস্তান থেকে অপহরণ করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) পেশওয়ারের দাবগারি এলাকা থেকে তিনি অপহৃত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (২৯ অক্টোবর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রথম পাতা
আহমদী হলেন গুলবুদ্দিন হেকমতিয়ারের হিজাব-ই-ইসলামীর নেতা। গত বছরের সেপ্টেম্বরে আফগান সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে হিজাব-ই-ইসলামী। আফগান এ কর্মকর্তা যে পেশওয়ার সফরে ছিলেন সে ব্যাপারে পাকিস্তানের আইন প্রয়োগকারী বাহিনী অবগত ছিল না। আত্মীয়-স্বজন ও আফগান কনস্যুলেটের পক্ষ থেকে পাকিস্তান কর্তৃপক্ষকে আহমদীর অপহৃত হওয়ার খবর জানানোর পরই সেদেশের পুলিশ তৎপরতা শুরু করে।

ডনের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে হিজাব-ই-ইসলামীর অভ্যন্তরীণ শত্রুতার জেরে অপহৃত হয়েছেন আহমদী। তবে এখন পর্যন্ত কেউ আহমদীকে অপহরণের দায় স্বীকার করেনি।