দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্যারাডাইজ পেপারসে ৭১৪ জন ভারতীয়

পানামা পেপারসের পর আলোচিত তথ্য ফাঁসের ঘটনা প্যারাডাইজ পেপারসে ৭১৪ জন ভারতীয় নাগরিকের নাম রয়েছে। তালিকায় দেশ হিসেবে ভারতের অবস্থান ১৯তম। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

সোমবারের ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রথম পাতা

আইসিআইজে’র সঙ্গে সমন্বিতভাবে প্যারাডাইজ পেপারসের তথ্য প্রকাশ করছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তালিকায় ভারতীয় বেশ কয়েকটি বিখ্যাত কর্পোরেট ও কোম্পানির নাম রয়েছে। এসব কোম্পানি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তের আওতায় এসেছে।

এসব তদন্তের মধ্যে রয়েছে, সান-টিভি-এয়ারসেল-ম্যাক্সিস মামলা, এসার-লুপ-টুজি মামলা, এসএনসি-লাভালিন, রাজস্তান অ্যাম্বুলেন্স কেলেংকারি।

নাম রয়েছে মোদি সরকারের বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, বিজেপি’র রাজ্যসভার সাংসদ তথা সাবেক সাংবাদিক আর কে সিংহ, বিজয় মাল্য থেকে শুরু করে কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার। রয়েছে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কংগ্রেস নেতা সচিন পাইলটের নাম। পানামা কেলেঙ্কারির পর প্যারাডাইস কেলেঙ্কারিতে জড়ালেন মেগা স্টার অমিতাভ বচ্চনও।

মোদি সরকারের নোটবন্দির বর্ষপূর্তির ৪৮ ঘণ্টা আগে বিশ্বজোড়া আর্থিক কেলেংকারির হদিশ দিয়েছে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে)। বিশ্বের ১০০টি সংবাদ সংস্থার যৌথ ওই তদন্তে উঠে এসেছে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ নথিপত্রের বিপুল ভাণ্ডার।