ডন

পাঁচ বিধায়কের পদত্যাগের পর নতুন চ্যালেঞ্জে পিএমএলএন

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এর পাঁচ বিধায়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১০ ডিসেম্বর) ‘খতম ই নবুয়্যাত সম্মেলনে’ তারা এ ঘোষণা দেন। সোমবার (১১ ডিসেম্বর) খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রথম পাতা
ডনের প্রতিবেদনে বলা হয়, পদত্যাগকারীরা সবাই পাঞ্জাবের। তাদের দুইজন জাতীয় পরিষদের (এমএনএ) এবং তিনজন প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ)। পদত্যাগকারীরা হলেন-এমএনএ নিসার জুত, এমএনএ গুলাম বিবি ভারওয়ানা, এমপিএ নিজামউদ্দিন সিয়ালভি, এমপিএ মাওলানা রহমতউল্লাহ এবং এমপিএ মোহাম্মদ খান বালুচ। পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহর পদত্যাগের দাবির প্রতি সরকারের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে পদত্যাগ করছেন বলে জানান তারা। পদত্যাগকারীরা বলেন, আসন্ন দিনগুলোতে কী পদক্ষেপ নেবেন তা সিয়ার শরিফ মাজারের পীর হামিদ উদ্দিন সিয়ালভি সিদ্ধান্ত নেবেন।