দ্য হিমালয়ান টাইমস

আবারও নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে অলি

নেপালের পার্লামেন্ট নির্বাচন ও প্রাদেশিক নির্বাচন দুটিতেই উল্লেখযোগ্য জয় নিশ্চিত হওয়ার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বামপন্থী জোট সিপিএন-ইউএমএল এবং সিপিএন-এমসি। এ ব্যাপারে সিপিএন-ইউএমএল এর সভাপতি কেপি শর্মা অলি এবং সিপিএন-মাওয়িস্ট সেন্টারের সভাপতি পুষ্প কমল দাহালের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। কেপি শর্মা অলিকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করা হতে পারে বলে আভাস দিয়েছে সূত্র। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমস
দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অলি এবং দাহাল পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সূত্র বলছে, অলি যে বামপন্থী জোটের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সেই ব্যাপারে সমূহ সম্ভাবনা রয়েছে। ইউএমএল বামপন্থী জোটের সবচেয়ে বড় অংশীদার। আর এর প্রধান অলিকে দাহাল সমর্থন দেবেন বলে মনে করা হচ্ছে।

২০১৫ সালে নেপালে নতুন সংবিধান প্রণয়ন করা হয়। সেই সংবিধানের আওতায় এবারও নির্বাচন হয়েছে। ২০১৫ সালেও নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন অলি। ২০১৬ সালের আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।