দ্য টাইমস অব ইন্ডিয়া

মিথ্যাচার ও গুজব ছড়ানোর জন্য ক্ষমা চান: মোদিকে মনমোহন

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক মন্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মোদি ‘গুজব ছড়াচ্ছেন ও মিথ্যাচার করছেন’ দাবি করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
সম্প্রতি গুজরাটে এক  জনসভায় মোদি অভিযোগ করেন,কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের ডাকা নৈশভোজে পাকিস্তানি অতিথিদের সঙ্গে গুজরাট নির্বাচন নিয়ে আলোচনা করেছেন কংগ্রেস নেতারা। সোনিয়া গান্ধির রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলকে গুজরাটের মুখ্যমন্ত্রী বানানোর আবেদন জানিয়েছেন এক পাকিস্তানি সেনা কর্মকর্তা। ওই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন মোদি।

এই অভিযোগের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছেন মনমোহন সিং। গুজব এবং মিথ্যাচারের” অভিযোগ তুলে উত্তরসূরি নরেন্দ্র মোদির কাছে ক্ষমা দাবি করেছেন তিনি।  বিবৃতিতে মনমোহন বলেন, ‘আমি আশা করি,এই খারাপ চিন্তাধারার জন্য উনি দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। তাতে উনি যে দায়িত্বে রয়েছেন সেই অফিসের সম্মান পুনরুদ্ধার হবে।’

মনমোহনের দাবি, গুজরাট নির্বাচনে হারের আশঙ্কা থেকেই এই ধরনের মন্তব্য করছেন মোদি।