দ্য নিউ ইয়র্ক টাইমস

আলাবামার সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়

মঙ্গলবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের আলাবামায় সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ডগ জোনস। যৌন নিপীড়নে অভিযুক্ত রিপাবলিকান প্রার্থী রয় এস. মুরকে পরাজিত করেছেন তিনি। বুধবার (১৩ ডিসেম্বর) খবরটিকে প্রধান শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

দ্য নিউ ইয়র্ক টাইমস
মুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন নারী। তার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগও রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মুরের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগগুলোর কারণে ভোটাররা হতাশ হয়ে পড়েন। আর তা ডেমোক্র্যাটদেরকে অকল্পনীয় জয় এনে দিয়েছে।

জোন্সের এই জয় জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস। এতে ওয়াশিংটনে রিপাবলিকানদের আইন প্রণয়নের এজেন্ডা ঝুঁকিতে পড়বে। সংখ্যাগরিষ্ঠতা কমে যাওয়ায় আইন পাস করাতে এখন তাদের আগের চেয়ে বেগ পেতে হবে। আর এ জয়কে ডেমোক্র্যাটদের জন্য আগামী বছর সিনেটকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সূচনা পর্ব বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদেরকে এখনও কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস।