দ্য টাইমস অব ইন্ডিয়া

ভারতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়লো

ভারতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার। বুধবার (১৩ ডিসেম্বর) ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে ৩১ ডিসেম্বরের সময়সীমা বর্ধিত করার ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দ্য টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে ঘোষণা করে কেন্দ্র। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয় ৩১ ডিসেম্বর। সেই সময়সীমাই এবার পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

অর্থ মন্ত্রণালয়ের এক টুইটে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়। বলা হয়, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সংযোগের সুযোগ মিলবে। তবে  নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে আধার তথ্য জমা দেওয়ার নিয়ম আগের মতই বহাল থাকছে।