হিন্দুস্তান টাইমস

মোদি আমাদেরকে মধ্যযুগীয় সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন: রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে মধ্যযুগীয় সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার আনুষ্ঠানিকভাবে দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। রবিবার (১৭ ডিসেম্বর) এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধীর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শনিবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদর দফতর উৎসব মুখর হয়ে ওঠে। ৪৭ বছর বয়সী রাহুল তার মা ৭১ বছর বয়সী সোনিয়া গান্ধীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণের পর পরই হিন্দি ও ইংরেজি মিলিয়ে ১৩ মিনিটের বক্তব্য দেন রাহুল গান্ধী।  বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘কংগ্রেস ভারতকে একুশ শতকে নিয়ে গেছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী দেশকে পেছন দিকে নিয়ে যাচ্ছেন,এমন এক মধ্যযুগীয় অতীতে নিয়ে যাচ্ছেন যে সময়ে জাতপাতের নামে মানুষকে নৃশংসভাবে হত্যা করা হতো, তারা যা বিশ্বাস করতো তার জন্য পিটানো হতো, তারা যা খেতো তার জন্য হত্যা করা হতো।’

বিজেপি’র কঠোর সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘বিদ্বেষের আগুনকে একমাত্র কংগ্রেসই নিভিয়ে ফেলতে পারে। ওরা ধ্বংস করে,আমরা যুক্ত করি। ওরা জ্বালিয়ে দেয়,আমরা নিভিয়ে ফেলি। ওরা ক্ষুব্ধ হয়,আমরা ভালোবাসি। আমি আপনাদের বলতে চাই গোটা কংগ্রেস পার্টি আমার পরিবার।’

রাহুল গান্ধী আরও বলেন,‘আজকের রাজনীতি থেকে দয়া-মায়া অদৃশ্য হয়ে গেছে। রাজনীতিকে এখন জনগণকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে।’

সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা মনমোহন সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি দলের হাল ধরায় রাহুল গান্ধীকে অভিনন্দন জানান।