আনাদোলু পোস্ট

রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার তুরস্কের

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহায়তা যুগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার (২০ ডিসেম্বর) এই খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতা
প্রতিবেদনে জাতিসংঘকে উদ্ধৃত করে বলা হয়, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ৬,৫৬,০০০ এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ও উগ্র বৌদ্ধদের হামলা থেকে বাঁচতে রোহিঙ্গারা পালাতে বাধ্য হচ্ছে বলে উল্লেখ করা হয়।

মঙ্গলবার শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ‘এখন থেকে আমরাবাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা সমর্থন যুগিয়ে যাব।’

রোহিঙ্গা ইস্যুকে কেবল ‘বাংলাদেশের সমস্যা’ হিসেবে না দেখার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।