টাইমস অব ইন্ডিয়া

উদ্বোধনের আগেই দুর্ঘটনার কবলে ভারতের ‘চালকবিহীন ট্রেন’

ভারতের দিল্লিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে চলা একটি চালকবিহীন মেট্রো ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। আগামী ২৫ ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মেট্রো পরিষেবা উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। বুধবার (২০ ডিসেম্বর) এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, দিল্লির কালিন্দীকুঞ্জে মঙ্গলবার চালকবিহীন ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। দিল্লির কালকাজি মন্দির থেকে নয়ডার বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত যাওয়ার কথা এই মেট্রোর। কিন্তু বেলা ৩টা ৪০ মিনিটের দিকে হঠাৎই নির্দিষ্ট স্থানে না থেমে এগিয়ে যেতে থাকে চালকবিহীন এই ট্রেন। সোজা গিয়ে স্টেশনের দেয়ালে ধাক্কা খেয়ে তা ফুঁড়ে বেরিয়ে যায় সেটি। সেই সময়ে ট্রেনে কোনও ব্যক্তি না থাকায় এড়ানো গিয়েছে প্রাণহানি।

উল্লেখ্য, দিল্লি মেট্রোর ১২.৬৪ কিলোমিটারের ম্যাজেন্টা লাইন দিয়ে চলার কথা চালকবিহীন মেট্রোর।