দ্য হিমালয়ান টাইমস

নেপালের গ্যাস কারখানায় আগুন, দুই দমকলকর্মী নিহত

নেপালের পারসায় বুধবার (২০ ডিসেম্বর) একটি গ্যাস কারখানায় আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে নিহত হন দুই দমকলকর্মী। আহত হন আরও পাঁচজন। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপালি পুলিশ। সিলিন্ডার ফাঁকা করার সময় গ্যাস সংযোগ ফুটো হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর ছয়টার দিকে বিরগুঞ্জের পাটেলনগরে সুপার গ্যাস ইন্ডাস্ট্রিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার প্রধান ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ও যন্ত্রপাতি আগুনে পুড়ে যায়। বারা ও পারসার গ্যাস ইন্ডাস্ট্রির কারিগরদের সহায়তা নিয়ে আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান দমকলকর্মী মধুসূদন মিশরা এবং যাদবরাজ অধিকারী। দুজনই বিরগুঞ্জের দমকল বিভাগে নিয়োজিত ছিলেন। আগুন নেভাতে গিয়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য কাঠমুন্ডু পাঠানো হয়েছে।

পারসার পুলিশ সুপার গণেশ রেগমি জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর আশেপাশের বাসিন্দাদেরকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে।