ডন

সীমান্তে যৌথ বিমান নজরদারিতে সম্মত পাকিস্তান-ইরান

সীমান্ত এলাকায় যৌথ বিমান নজরদারি ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে সম্মত হয়েছে পাকিস্তান ও ইরান। যেকোনও ধরনের সম্ভাব্য বিপদ মোকাবিলায় এবং প্রতিকূল পরিস্থিতি এড়াতে এই নজরদারি চালানো হবে। শনিবার (২৩ ডিসেম্বর) দুই দেশের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা হয়। রবিবার (২৪ ডিসেম্বর) এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রথম পাতা
সরকারি সূত্রের বরাত দিয়ে ডন জানায়, শনিবার পাকিস্তানের সীমান্তবর্তী শহর তাফতানে দুই দেশের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা মিলিত হন। সেখানে তারা সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং যৌথ টহল মোতায়েনের সিদ্ধান্ত নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় দুই দেশের সীমান্ত এলাকায় নজরদারি চালাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, পোল নং ৭২ থেকে ১৩১ পর্যন্ত বর্ডার বেল্ট পর্যবেক্ষণ করবে পাকিস্তান।