টাইমস অব ইন্ডিয়া

পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলাতেও দোষী লালু প্রসাদ

পশুখাদ্য কেলেঙ্কারিজনিত দ্বিতীয় মামলায়ও দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের আরজেডি দলের প্রধান লালু প্রসাদ যাদব। শনিবার (২৩ ডিসেম্বর) রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে। রবিবার (২৪ ডিসেম্বর) খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

চাইবাসা ট্রেজারি মামলায় আগেই সাজা ঘোষণা হয়েছে তার৷ ওই মামলায় এখন আপাতত জামিনে রয়েছেন লালুপ্রসাদ যাদব৷ শনিবার দেওঘর ট্রেজারি মামলাতেও ছাড় পেলেন না তিনি৷ এই মামলায় আগামী ৩ জানুয়ারি সাজা ঘোষণা হবে লালুর৷ ততদিন পর্যন্ত রাঁচির জেলেই থাকতে হবে আরজেডি প্রধানকে৷

পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। দেওঘরের সরকারি কোষাগার থেকে পশুখাদ্য কেনার জন্য বরাদ্দ ৯০ লাখ টাকা অবৈধভাবে তুলে নেওয়ার অভিযোগে শনিবার লালুকে দোষী সাব্যস্ত করা হয়। লালু দোষী সাব্যস্ত হলেও এই মামলায় আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এদিন লালু-সহ মোট ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আর ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে৷